০৯ অক্টোবর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
জামাল কাড়াল বরিশাল ব্যুরো।
আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ২৮ সেপ্টেম্বর বেলা ৪:৩০ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার জনাব নাফিছুর রহমান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সম্মানিত পুলিশ কমিশনার বিএমপি( ভারপ্রাপ্ত) জনাব মােহাম্মদ নজরুল হােসেন মহোদয়।
এ সময় সভাপতি মহোদয় তার বক্তব্যে বিদায়ী অতিথি সম্পর্কে বলেন, “পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথি ছিলেন একজন দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা। আমি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি”এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার মহোদয় বিদায়ী অতিথিকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ( সাপ্লাই এন্ড লজিস্টিকস) জনাব মোঃ জামিরুল ইসলাম সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।