০৯ অক্টোবর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানি(বাঃ)লিঃ এর সিডিএ,সিআইসিদের নিয়ে মাড়াই মৌসুমে উন্নত কলাকৌশল বিষয়ে নবাগত এমডির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় কেরুজ ট্রেনিং কমপ্লেক্সের হল রুমে অনুষ্টিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাব্যবস্হাপক(কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগ দেয়া ব্যবস্হাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান (এফসিএমএ)।এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবস্হাপক(সম্প্রসার) মাহবুবুর রহমান,ব্যবস্হাপক (বীজ) মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
২০২৪-২৫ আখ রোপন মাড়াই মৌসুমে উন্নত কলাকৌশল প্রয়োগে আখ রোপন বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে কি কি করণীয় সেসব বিষয়ে সকলে দিক নির্দেশনাশনা মূলক আলোচনা হয়। এসময় ইক্ষু বিভাগের বিভিন্ন সাবজোনের সাবজোন প্রধান ও সকল সি ডি এ, সি আই সি বৃন্দ অংশ গ্রহন করেন।