২৫ Jun ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন, ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি, বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে দামুড়হুদা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে প্রেসক্লাবের সদস্যদের ভোটে সভাপতি শামসুজোহা পলাশ ও সাধারণ সম্পাদক তানজির ফয়সাল নির্বাচিত হয়েছেন। এর আগে
দামুড়হুদা প্রেসক্লাবের আহ্বায়ক শামসুজ্জামান পলাশের সভাপতিত্বে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম ও তাছির আহামেদ।২২ জন সদস্যদের মধ্যে ২১ জন সদস্য গোপন ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করেন।১৩ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সহ-সভাপতি মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, কোষাধাক্ষ শমসের আলী, দপ্তর সম্পাদক এস এম সুজন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সালেকীন মিয়া সাগর, নির্বাহি সদস্য তাছির আহম্মেদ, আব্দুস সালাম, হাবিবুর রহমান হবি, মেহেদী হাসান মিলন ও আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়েছেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।