০৯ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে উপজেলার বাকাল ইউনিয়নের রথবাড়ী এলাকায় গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইজিবাইকের চালক গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের আব্দুল জব্বার শরীফের ছেলে হেলাল শরীফ (৪৩) ও ইজিবাইকের যাত্রী উপজেলার খাজুরিয়া গ্রামের মৃত সেকেন উদ্দিনের ছেলে পোলট্রি খামারি নুর হোসেন কাজী (৬০)। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ বলেন,নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার এসআই শফিকুল ইসলাম জানান, উপজেলার পয়সারহাট থেকে চাল নিয়ে একটি ট্রাক পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। গৌরনদী থেকে এক দিন বয়সী মুরগির বাচ্চা নিয়ে ইজিবাইকে যাচ্ছিলেন ইজিবাইকচালক ও একজন যাত্রী। রথবাড়ী এলাকায় পৌঁছালে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যান সড়কের পাশের খালে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। এদিকে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও আগৈলঝাড়া থানার পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে। ইজিবাইকের চালক হেলাল শরীফকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।