০৯ অক্টোবর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রহিবুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার এস এম মাহফুজ আলম এর উপস্থাপনায় ১১ সেপ্টেম্বর বিকেলে শহীদ সোহেল -জগন্নাথ মিলায়তনে মাসিক সভা অনুষ্ঠিত হয় ।সভার শুরুতে কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জেলা লিগ্যাল এইড কমিটি স্বাগত বক্তব্য রাখেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচার বলেন গরীব অসহায় মানুষ যাতে ন্যায় বিচার পেয়ে এই সমাজে তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারে এবং বিনা মূল্যে আইনগত সহায়তা যাতে গরীব অসহায় মানুষের দ্বার প্রান্তে দেয়া যায় সে জন্য আইনগত সহায়তা কমিটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড, শাহাদাত হোসেন বলেন বতর্মানে লিগ্যাল এইডের অনেক আইনজীবী উপস্থিত নেই সেবা প্রার্থীরা হিমশিম খাচ্ছে। যারা উপস্থিত নেই তাদের মামলাগুলো অন্য আইনজীবীদের দ্বারা পরিচালিত করার জন্য প্রস্তাব রেখেছেন। এবং নতুন করে জেলা লিগ্যাল এইড এ ২৪ জন নতুন আইনজীবীকে মামলা পরিচালনা করার জন্য অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব রেখেছেন। এবং ২৪ জন আইনজীবীর কাগজপত্র দাখিল করেছেন।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন লিগ্যাল এইড কার্যক্রমের প্রান প্যানেল আইনজীবীবৃন্দ কে আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা বেশি বেশি প্রচার করুন যাতে করে অসহায় মানুষ বিনামূল্যে আইনি সহায়তার জন্য জেলা লিগ্যাল এইডে চলে আসে।