২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনী এক অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
চুয়াডাঙ্গা জেলায় দায়িত্বপ্রাপ্ত যৌথবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল জয়নাল আবেদিন জানান, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুরাতন বাজার মোড়ে টিপু তরফদারের বাড়ির ভিতরে আম বাগানের মধ্যে ২০/২৫ জনের একটি দল অস্ত্র নিয়ে গোপন মিটিং করছে জানতে পেরে এক অভিযান চালানো হয়।যৌন বাহিনীর উপস্থিত টের পেয়ে পাচির টপকিয়া সবাই পালানার চেষ্টাকালে ৬ জনকে আটক করা হয়।আটককৃতরা হলো চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়ার কাশিপুর গ্রামের বাহার আলীর ছেলে মমিনুল (২৪) , দর্শনা পৌর এলাকার ইসলাম বাজারের চঞ্চল মিয়ার ছেলে ফয়সাল (২২), একই এলাকার আলী হোসেনের ছেলে সাকিব হাসান (২০), কেরু হাসপাতাল পাড়ার শফিকুলের ছেলে আসিফ (২১), কেরু পাড়ার তসলিম আলীর ছেলে সাব্বির হাসান (১৮) ও দর্শনা ইসলামবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে তাজউদ্দিন (২৩)। তবে তাদের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে তাদেরকে দর্শনা থানায় সোপর্দ করলে প্রসিকিউসনের ১৫১ ধারায় তাদেরকে কোর্টে চালান করা হয়েছে।