২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল ০৩/০৯/২৪ গভীর রাতে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারে এক দোকানের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে উক্ত যুবকের নাম নাজমুল শেখ, সে রাধাগঞ্জ দিঘলিয়া গ্রামে তার নানা বাড়িতে থাকাবস্থায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। তবে এ ব্যাপারে থানায় কোন মামলা না হলেও একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পুলিশ জানায় লাশটি থানা পুলিশের তত্ত্বাবধানে সুরতহার প্রস্তুত এবং ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।