২৪ এপ্রিল ২০২৫, ০৭:১০ অপরাহ্ন, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কান্ডারী মোফাইল হোসেন(১৯) গুলিতে আহত হয়ে বাড়িতে অবস্থান করছে। নিজে আজও একা একা চলতে পারছেন না।তার বাবা হিমশিম খাচ্ছে সংসার চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসা ব্যয় বহন করকে।
গত ১৯ জুলাই ২০২৪ ঢাকায় অন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে দামুড়হুদা সদরের পুরাতন বাস্তপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোফাইল আহত হন। ভেঙে যায় তার ডান পায়ের হাড়। গুলিতে আহত মোফাইল হোসেন অন্যের সহযোগিতা ছাড়া এখনও চলাফেরা করতে পারছেন না। ঢাকায় বৈদ্যুতিক পাখা কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি। আহত হয়ে বাড়িতে থাকা অবস্থায় এক মাস দশ দিন যাবত বন্ধ আয়। ঔষধ কেনার টাকাও নেই দারিদ্রতার সংসারে। সোমবার চুয়াডাঙ্গার দর্শনার ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক মহসিন আলীর নির্দেশে ওই সংস্থার একটি টিম মোফাইল হোসেনের বাড়িতে ছুটে যান। ওয়েভ এর নেতৃবৃন্দ মোফাইলের খোঁজ-খবর নেন এবং চিকিৎসার জন্য নগদ ১৫,০০০/- টাকা তার হাতে তুলে দেন। এসময় চুয়াডাঙ্গা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সংস্থার পক্ষে জহির রায়হান, কিতাব আলী ও কামরুজ্জামান যুদ্ধসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।