২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মো: নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি, বানারী পাড়ায় এক অবহেলিত বিএনপি নেতা আনিস মৃধা ওয়ান ইলেভেন থেকে শুরু করে ২০২৪ অব্দি অন্যায় অত্যাচার জেল জুলুম হুলিয়ার সবচেয়ে বেশি স্বিকার হওয়া নেতা আনিস মৃধা। দেশের পরিস্থিতি পরিবর্তন হলেও পর্যাপ্ত সম্মান পাননি তিনি বানারীপাড়া পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও পৌরসভার ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন পাঁচবার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনবার ওয়ান ইলেভেন থেকে শুরু করে ১৫ বছরে আওয়ামী দুঃশাসন আমলে জেল খেটেছেন বহুবার হামলা ভাঙচুরের তো হিসেব নেই নিজের ভিটা ছেড়ে পালিয়ে বেরিয়েছেন এদিক সেদিক ১৭ বছরে ঠিকমত একদিন রাতে যাপন করতে পারেননি। নিজ ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছেন তৎকালীন আওয়ামী সন্ত্রাসীরা সাবেক ইউপি সদস্য রফিক, আ:লীগ নেতা ছিরন হাওলাদার, মিরাজ, লিটন ও পলাশ আনিস দুটি বালুর বোর্ড নিয়ে পাতার হাটে ওইখানের এক আওয়ামী লীগ নেতার কাছে বন্ধক রেখে আসেন দিশেহারা হয়ে নিজের জমি জমা বিক্রি করে ১২ লক্ষ ৮০ হাজার টাকা ছাড়িয়ে নিয়ে আসেন। অপর একটি বোড রাখেন সাহেবের হাটের কথিত আওয়ামী লীগ নেতা মনিরের কাছে সেটা সাহেবের হাট নদীতে মনির ডুবিয়ে দেয় সেই বোটে ৬০০০ ফুট পাইপ ছিল যা ফেরত পেয়েছেন মাত্র ১২০০ ফুট তা তিনি ২ লক্ষ টাকা ব্যয় করে নদী থেকে বোট সহ উত্তোলন করেন। অনাহারে অর্ধহারে ঘরে দিন কাটলেও মন গলেনী দোসরদের সর্বশেষ ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তিকর একটি ছবি তার ফেসবুক পেইজে পোস্ট করেন। এই অপরাধে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর(৫৭)২ ধারায় মামলা দায়ের করেন আওয়ামী লীগ নেতা বাচ্চু হাওলাদার সে মামলায় পাঁচ মাস ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি ছিলেন তিনি। পরবর্তীতে জামিনে বের হন। ১৭ বছরের সংগ্রামী জীবনের কথা আনিস মৃধার কাছে জানতে চাইলে অশ্রুসিক্ত নয়নে বলেন সারাদেশের নির্যাতিত কর্মীদের মধ্যে আমি একজন ক্ষুদ্র কর্মী মাত্র জীবনে যা হারিয়েছি তা আর ফেরত পাবার নয় ঘরবাড়ি জমি সহ ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের মৃত মেয়ের একটি চেইন রেখেছিলাম স্মৃতি হিসেবে তাও বিক্রি করে মামলা চালাতে বাধ্য হয়েছি। এত অত্যাচারিত হয়েছি কিন্তু বিএনপির কোন নেতা আজ পর্যন্ত কিভাবে চলছি খোঁজখবর নেননি। খবর নেননি পরিবারের ও জেলখানায় কেউ দেখতে পর্যন্ত যায়নি একদিন এইতো পেয়েছি অনেক। জানতে চাওয়া হল আপনি এখন বহিষ্কৃত কেন কি কারণে কোন কারণে আমাকে নোটিশ ছাড়া বহিষ্কার করা হয়েছে আমি নিজেও জানিনা প্রতিবাদের সুরে বলতে চাই আওয়ামী লীগ দুঃশাসনামলে যাদের দ্বারা অত্যাচারিত হয়েছে তারাই আজ বিএনপির বড় বড় নেতা কোথায় ছিলেন এই ১৭ বছর তারা এরা এখন নব্য বিএনপি । আগে হয়েছি লাঞ্ছিত এখন হচ্ছি বঞ্চিত। কিছুই চাওয়ার নেই আমৃত্যু শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী হিসেবে বেঁচে থাকতে চাই এর থেকে বড় কিছু আর চাওয়ার নেই।