২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির এক অভিযানে ১৫ কোটি ২০লাখ টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস নামের মাদক উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবর দুপুর ২ টার দিকে জীবননগরের বাকা মোড় ফুল বাজারের সামনে যাত্রীবাহী বাস তল্লাশি করে।
এসময় লাগেজ বক্সের ভেতর থেকে মালিক বিহীন ১৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস নামের মাদক উদ্ধার করে।বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে উপ-অধিনায়ক মেজর মোল্লা ওবায়েদুর রহমান বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বলেন,ঝিনাহদহের মহেশপুর বিজিবি সদস্যরা একটি তথ্যের মাধ্যমে জানতে পারে যশোর থেকে একটি ছেড়ে আসা দর্শনা গামী যাত্রীবাহী বাসের লাগেজ বক্সের ভেতর মাদকের একটি বড় চালান যশোর হতে দর্শনা নিয়ে যাওয়া হচ্ছে।এ তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল দু’ভাগে বিভক্ত হয়ে জীবননগর বাকা মোড় ফুলের বাজারের সামনে সড়কের ওপর পৃথক স্থানে অবস্থান নেয়। পরে যশোর হতে দর্শনা গামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ২টার দিকে বাকা ফুলের বাজারের সামনে আসলে বিজিবি টহল দল বাসের গতিরোধ করে বাস তল্লাশী করে।এসময় বাসের ভেতর পেছনের ডান দিকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ স্কসটেপ দিয়ে মোড়ানো খাকী রংয়ের একটি কার্টুন মালিক বিহীন অবস্থায় জব্দ করে। পরে কার্টুনটি ব্যাটালিয়ন সদরে নিয়ে তার ভেতর হতে ১৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের তিন কেজি ৪০ গ্রাম ওজনের অতি মূল্যবান মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।