২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার ২৭ শে আগষ্ট সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখা’র উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও ছাত্র-জনতা ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সমাবেশে সভাপতিত্ব করেন জনাব এ্যাড. মোঃ হাফিজুর রহমান, জেলা আমির, বাংলাদেশ জামায়েতে ইসলামী, ঝালকাঠি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালয় ছিলেন ফরিদুল হক ঝালকাঠি জেলা জামাতের সেক্রেটারি জেনারেল।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শ ভিত্তিক সংগঠন। এই সংগঠনের নেতাকর্মী কোন সাধারণ ব্যক্তিকে অনুসরণ হিসেবে লেজুড়ভিত্তিক রাজনীতি করে না। আল্লাহর রাসূলের অনুসরণ এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা কাজ করে যাচ্ছে। গত জুলাই- আগস্টে সংঘটিত কোটাবিরোধী আন্দোলনে অনেকে তার স্বামীকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে ও সন্তানকে হারিয়েছে। আমরা শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানাই এবং শহীদ ভাইদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক । তাদের এই রক্ত কখনো বৃথা যাবে না। তারা ইহকাল ও পরকাল উভয় জাহানে সফল। যুগ যুগ ধরে এই বাংলার জমিনে রক্তদানের ইতিহাস ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে যোগদান করার জন্য উপস্থিত সর্বসাধারণকে আহ্বান জানান। তারা আরো বলেন, এই মুহূর্তে বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা করা একান্ত জরুরী।
অনুষ্ঠান শেষে কোটাবিরোধী আন্দোলনে নিহত নলছিটির মল্লিক পুরের সুলতান তালুকদারের ছেলে সেলিম তালুকদার ,নলছিটি রানাপাশা ইউনিয়নের কামরুল এর ছেলে নাইম আহমেদ ,শেখের হাট শিরযুগ গ্রামের শহীদ হাওলাদারের ছেলে মোঃ রিদয় ,বিনয়কাঠি ইউনিয়নের মুনসুরের ছেলে কামাল হোসেন সবুজ,কাঠালিয়ার চেচরীরামপুর ইউনিয়নের বাবুল খানের ছেলে মোঃ সুজন খান ,কাঠালিয়ার চেচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ রাকিব হোসেন ,ঝালকাঠি সদরের দেউলকাঠি ইউনিয়নের আব্দুল ছালাম খানের ছেলে সাইদুল খান ,চর হাইলাকাঠি গ্রামের মালেক তালুকদারের ছেলে মোঃ রুবেল হোসেন তালুকদার জেলার শহীদ এই ৮ পরিবারকে ২ (দুই) লক্ষ টাকা করে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।