২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনে রুদ্ররূপ: তুলছে বালু ভাঙছে নদী পুড়ছে কপাল কাঁদছে মানুষ চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১ প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ঝালকাঠির লিটন চন্দ্র হালদার গ্রেফতার আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মোনাজাত ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলার মনপুরায় তাসরিফ লঞ্চে হামলা, আহত ৫। বানারীপাড়ায় মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন চুয়াডাঙ্গায় কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের আহবান চুয়াডাঙ্গায় উথলীতে কীটনাশকের দোকানে জরিমানা চুয়াডাঙ্গার দর্শনায় জনতা ব্যাংক পিএলসি’র নতুন ভবনে স্থানান্তরের উদ্ধোধন
মধ্যরাতে শাবিপ্রবির হলে হেলমেটধারীদের মোটরসাইকেল মহড়া

মধ্যরাতে শাবিপ্রবির হলে হেলমেটধারীদের মোটরসাইকেল মহড়া

আজকের ক্রাইম ডেক্স
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের আবাসিক হলে মধ্যরাতে হেলমেটধারী দুর্বৃত্তদের মোটরসাইকেলের মহড়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের শিক্ষার্থীদের শুক্রবার দুপুর ১২টার মধ্যে বের হয়ে যেতে নিরাপত্তারক্ষীদের হুঁশিয়ারি দিয়ে যায় বলেও জানা যায়।

তবে কে বা কারা এ মহড়া দিয়েছে, তাদের কাউকেই কেউ চিনতে পারেননি বলে জানান শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীরা।

পরবর্তীতে রাত ৩টার দিকে সেনাবাহিনীর টহল টিম এসে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আশ্বাস দেন। তারা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই থাকবেন বলে জানান। এর আগ পর্যন্ত শিক্ষার্থীরা হল গেটে একত্রিত হয়ে অবস্থান করেন। সেনাবাহিনীর আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা নিজেদের কক্ষে ফিরে যান।

এ বিষয়ে আবাসিক শাহপরান হলের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, মোট ৮টি মোটরসাইকেলে করে হেলমেটধারী ২০ থেকে ২৫ জন রাত সাড়ে ১২টার দিকে হলের সামনে এসে মহড়া দিয়েছে। এ সময় তারা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ বলে স্লোগান দেন। তিনটি হলের সামনেই তারা এ মহড়া দেয়। পরে তারা হলের নিরাপত্তাকর্মীদের বলে গেছে, যারা এখনও হলে আছে, তারা যেন হল ছেড়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের নিরাপত্তাকর্মী আরিফ হোসেন বলেন, আমি হল গেটে বসে ছিলাম। হঠাৎ করে ৮ থেকে ১০টা মোটরসাইকেলে ২০ থেকে ২২ জন হলের সামনে এসে মিছিল দিচ্ছিল। এর মধ্যে মাস্ক ও হেলমেটধারী একজন এসে আমাকে বলে, হলে যারা আছে তারা হল থেকে যেন জুমার নামাজের আগেই চলে যায়। এ কথা বলেই তারা বঙ্গবন্ধু হলের দিকে চলে যায়। মাস্ক ও হেলমেট পরা থাকায় আমরা কাউকে চিনতে পারিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019