১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি প্রেসক্লাবের সামনে শনিবার ৩রা আগষ্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফারদিন হাসান প্রান্ত, শিক্ষার্থী, ৪র্থ বর্ষ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
এ সময় বক্তারা বলেন, সরকার বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছে, যা দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। বর্তমান সরকারের ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য ও অনিয়ম বৃদ্ধি পেয়েছে, তা রোধ করতে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এছাড়া, মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ও উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দেয়।
সোমবার সকাল ১০ টা ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
ছাত্ররা সকল শিক্ষার্থীদের ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।