২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ টাকা ও টিন তুলে দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,সোমবার ২৯ জুলাই দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষ্মণকাঠি এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে নাঈম হাওলাদারের বসতঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০/১১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
নাঈমের মা মঞ্জু বেগম বলেন, আমাদের পড়নের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। আমাদের সব কিছুই পুরে শেষ। এখন থাকার মতোই জায়গায় নেই।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও টিন প্রদান করা হয়েছে।