০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার হয়েছে।
রবিবার রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোহাঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্স দর্শনার দক্ষিণ চাদপুর গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় দর্শনা দক্ষিন চাঁদপুর মাঝপাড়ার আবুল কাশেমের ছেলে মোঃ বকুল (৩৪)’র বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসত বাড়ির উঠান হতে তাকে গ্রেফতার করে।পরে তার দেহ তল্লাসী করে বকুলের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২৯ বোতল ৫৮হাজার টাকা মূল্যের ফেনসিডিল জব্দ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।