১৯ মার্চ ২০২৫, ১২:১৪ অপরাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক শিশুর সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুন) রাতে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আজমির হোসেনের (৬) মৃত্যু হয়েছে। এর আগে বেলা ৩ টায় বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশি এক নানীর সাথে তাদের বাড়ি যাচ্ছিল। এসময় রান্তার ধারে একটি গর্তে হাত দেবার পর সাপে কামড় দিয়েছে বলে নিজে চিৎকার করতে থাকে।পরে তার পাশ্ববর্তী রবি কবিরাজের (ওঝা) নিকট নিয়ে যান। ওঝা ঝাড়ফুক করে জানান, সাপে নয়,তাকে ছুচোঁ কামড় দিয়েছে। পরে ওঁঝার নিকট থেকে বাড়িতে আসলে কিছুক্ষন পর শিশু আজমিরের শরীর কালো হতে থাকলে তাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। স্থাণীয় মেম্বর সাইফুল ইসলাম সাপে কামড়ের বিষয়টি নিশ্চিত করেছেন।