২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কুকুরের তাড়া খেয়ে পালাতে যেয়ে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দামুড়হুদা বাসট্যান্ড মোড়ে তেল পাম্পের পাশ দিয়ে বসতিপাড়ার জহিরুল ইসলামের ছেলে দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম(১০) জাম নিয়ে বাড়ি যাচ্ছিল।হঠাৎ একটি কুকুর তার দিকে তেড়ে আসতে থাকে। কুকুর থেকে বাঁচতে রাকিবুল দ্রুত রাস্তা পার হতে গেলে গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই পুলিশ ট্রাকটি জব্দ করেছে। দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।