২৩ Jul ২০২৪, ০৬:২০ অপরাহ্ন, ১৬ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ৮ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
দামুড়হুদায় হিট স্ট্রোকে স্কুলের দপ্তরীর মৃত্যু

দামুড়হুদায় হিট স্ট্রোকে স্কুলের দপ্তরীর মৃত্যু

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় হিটস্ট্রোকে স্কুলের দপ্তরীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৭ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে ও ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি জাকির হোসেন(৩০) বাড়ীর পাশে নিজ জমির ধানের ক্ষেতে অন্যান্য কৃসকদের সাথে সেচ দিতে যায়।সেচ দেবার কিছুক্ষণের মধ্যে হঠাৎ হিট স্ট্রোকে সে আক্রান্ত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার ভাই মনির জানায়,জাকির সকালে ধানের ক্ষেতে সেচ দিতে যায়। ঘণ্টাখানেক মাঠে থাকার পর তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা জানান, জাকিরকে স্ট্রোক জনিত কারণে হাসপাতালে আসে। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
© All rights reserved © 2019