০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বাবুগঞ্জে পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে ছাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের মাকসুদা বেগমের বাড়িতে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মাকসুদা বেগম বলেন গত ২ মাস আগে আমার বাবার গাছ বিক্রি করে বসত ঘরটি মেরামত করা হয়েছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে পরিকল্পিত ভাবে দুর্বৃত্তরা বাবার ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। ঘরের মধ্যে থাকা আমার বাবার স্মৃতি আলমারি, কাঠের ফার্নিচার, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেশী মোঃ ফরিদ হাওলাদার বলেন, রাতে আমরা বিকট শব্দ পাই। পরে আগুন আগুন ডাক চিৎকার শুনে আমরা স্থানীয়রা মিলে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এরই মধ্যে বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে এ আগুনের সূত্রপাত হতে পারে।