২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের আয়োজনে
পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রা ও দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলার উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮ টায় মঙ্গল শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠ (ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) থেকে শুরু হয়ে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মুক্ত মঞ্চ মাঠে শেষ হয়।পরে বাংলা নববর্ষ উপলক্ষে মুক্ত মঞ্চ মাঠে ৩ দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলার উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
মেলায় ঐতিহ্যবাহী লাঠি খেলা সহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে সকালে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মুকুল ফৌজ, চুয়াডাঙ্গা ও চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান ১৪৩১ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।