২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আশিকুল ইসলাম পিন্স ব্যক্তি উদ্যোগে চার শত পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্রি কাব মাঠে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মিয়ার সভাপতিত্বে উপজেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও একশত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করেন। বিতরণ সভায় বক্তব্য রাখেন, আশিকুল ইসলাম পিন্সের পিতা সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এমএম ফয়েজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আশিকুল ইসলাম পিন্স, বাগধা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাহাবুবুর রহমান তাজ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রবীন্দ্র নাথ সমদ্দার, মাদ্রাসার সভাপতি আঃ গফুর মিয়া, শিক্ষক মাওলানা মোঃ আলী আহাম্মেদ, স্থানীয় মিজানুর রহমান বক্তিয়ার ও মোঃ লায়েক মিয়া প্রমুখ।