২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন, ২১শে রজব, ১৪৪৬ হিজরি, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি :বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে জেলের জালে একটি হাঙরের বাচ্চা ধরা পড়েছে। রোববার (৩১ মার্চ) ধরা পড়া হাঙর মাছটির কোনো ক্রেতা না পেয়ে সোমবার (১ এপ্রিল) সকালে ফেলে দেওয়া হয়েছে। বানারীপাড়া বন্দর বাজারের মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন জানান, সন্ধ্যা নদীতে রোববার জাল ফেলে ছিলেন জেলে কালু। সন্ধ্যায় জাল টেনে তোলার পর প্রায় দুই কেজি ওজনের একটি হাঙর মাছ পাওয়া যায়। পরে হাঙরটি আড়তে নিয়ে এসে ছিলেন তিনি। এসময় সেটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় করেন। সোমবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত কোনো ক্রেতা পাওয়া যায়নি। তাই হাঙরটি ফেলে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বানারীপড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বলেন, অনেক রাতে খবরটি জেনেছি। কিন্তু গিয়ে দেখা হয়নি। তাই হাঙরটি কোনো প্রজাতির তা বলা যাচ্ছে না। মৎস্য কর্মকর্তার ধারণা পথ ভুলে নদীতে এসে ছিল হাঙরের বাচ্চা।