২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স :: বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে এই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে সমরাস্ত্র প্রদর্শনী। রোববার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় এর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এবং জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
২৫ মার্চ থেকে ৩০ মার্চ বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই সমরাস্ত্র প্রদর্শনী।
প্রদর্শনীতে সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিসেসের কার্যক্রম, মহান মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা সেনানিবাসের সংক্ষিপ্ত ইতিহাস, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাফল্য এবং সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি প্রদর্শন করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এবং জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বলেন, আমরা আশা করি বরিশাল অঞ্চল আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী তরুণ প্রজন্ম এবং সর্বসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে।’