১২ Jul ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ ্অগ্নিকান্ডে ভস্মিভুত হয়ে গেছে দুই পরিবারের ৭টি বসতঘর। (১৫ মার্চ) শুক্রবার রাত সাড়ে ১১টায় ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের নূরপুর এলাকায় এ ্অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, উপজেলার সিংড়া ইউনিয়নের নূরপুর এলাকার আব্দুল হাই মেকারের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই প্রতিবেশী শিউলি বেগমের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে দুই পরিবারের ৭টি বসতঘর। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।্অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক দল ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বহন করা পানি শেষ হয়ে যায়। আশেপাশে পানির কোন ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে পাইপের মাধ্যমে পানি নিয়ে আসাতে সামান্য বিলম্ব হয়। ওই দুই পরিবারের সেমিপাকা ৭টি বসতঘর আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।