২১ নভেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি: নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ। এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বাবুগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
উপজেলা প্রশাসন, ইউএসএআইডি ও দি হাংগার প্রজেক্ট এর সহোযোগীতায় দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা চত্তরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি সুব্রত বিশ্বাস দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা ইয়াসমিন, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম হাওলাদার, বিমানবন্দর থানার উপ পরিদর্শক মোসম্মৎ আমিনা, মহিলা সংস্থার চেয়ারম্যন ইয়াসমিন আক্তার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, মহিলা সংস্থার মাঠ সংগঠক ফৌজিয়া, দি হাংগার প্রজেক্ট এর মাঠ সমন্বয়কারী সাম্মী আক্তার সাথী, নিউট্রেশন এক্টিভিস্ট, ফিড দ্যা ফিউচার বাংলাদেশ সিমুল মন্ডল, কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষক মো: ফয়সাল।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থী, নারী সংগঠন এর নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন বেসরকারি সংস্থা অংশগ্রহণ করে।