২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি:
আর্ন্তজাতিক নারী দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ঝালকাঠি জেলা পর্যায়ে ৮ মার্চ, রোজ শুক্রবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠি’র উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ্ গুল নিঝুম জেলা প্রশাসক, ঝালকাঠি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফরুজুল হক টুটুল পুলিশ সুপার, ঝালকাঠি।
এ্যাড. খাঁন সাইফুল্লাহ পনির চেয়ারম্যান, জেলা পরিষদ, ঝালকাঠি উপস্থিত ছিলেন দিলারা খানম উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঝালকাঠি।
অনুষ্ঠানটি সঞ্চালয় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার।
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভার শুরুতে কোরআন ও গীতা পাঠ করা হয়।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আন্তর্জাতিক নারী দিবসে উপস্থিত পুরুষদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বিভিন্ন সরকারি অফিস ও বেসরকারি সংগঠনের বিপুলসংখ্যক নারী সুধী সমাজ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।