২১ নভেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
গৌরনদী প্রতিনিধিঃ-
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার গৌরনদীতে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সম্ভ্রাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমানকে বরণ করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ নেতা আব্দুর রব সরদার জানান, ঢাকা থেকে নিজ নির্বাচনী উপজেলা গৌরনদীতে আসলে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নেতাকে বরন করে নিয়েছেন। পরে উপজেলার দিয়াশুরস্থ গ্রামের নিজবাড়িতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান গৌরনদীকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলাবাসীর সমর্থন প্রত্যাশা করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি মোঃ এনায়েত করিম সহ অন্যান্যরা।