২২ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন, ২১শে রজব, ১৪৪৬ হিজরি, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলা শিক্ষক কর্মচারী কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব)র ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে কাল্ব কার্যালয় মাঠে আলোচনা সভায় সমিতির চেয়ারম্যান ও ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল। কালব তেঁতুলিয়া শাখার ডিরেক্টর খন্দকার সামসুজ্জোহা নিয়াজিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান ডিরেক্টর “ক” অঞ্চল, মামুন কবীর উপজেলা সমবায় অফিসার, আবু সাঈদ চেয়ারম্যান পঞ্চগড় জেলা ক্লাস্টার প্রতিনিধি, আপেল মাহমুদ চেয়ারম্যান বোদা উপজেলা শাখা প্রমূখ। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মাসুদ আল করিম। পরে লটারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর করা হয়।