২১ নভেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের সদর চৌমাথায় ভোক্তা অধিকারের বাজার তদারকিমূলক অভিযানে বুধবার ২৮ শে ফেব্রুয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয় ।
ব্যবসা প্রতিষ্ঠান হলো বনকলি মুসলিম সুইটে নোংরা পরিবেশ ও রাসায়নিক ব্যবহার করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা এবং ঝালকাঠি মেডিসিন ট্রেডার্স কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ।
সরকারি পরিচালক সাফিয়া সুলতানা বলেন
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক ঝালকাঠি মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন আনসার ব্যাটেলিয়ন ২২ এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।