২১ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।
শনিবার সকাল ৬ টায় জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বাঁকা আশতলা পাড়ার ব্রিকফিল মোড় এলাকা এক অভিযান চালায়।এসময় মোটর সাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের হাসপাতাল পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে পরশ (৩০), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের বিশারত আলীর ছেলে সালাউদ্দিন (২৬) ও একই উপজেলার বাঁকা আশতলা পাড়ার আজগর আলীর ছেলে লাল্টু হোসেন (৪০)গ্রেফতার করে।এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।