মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।
শনিবার সকাল ৬ টায় জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বাঁকা আশতলা পাড়ার ব্রিকফিল মোড় এলাকা এক অভিযান চালায়।এসময় মোটর সাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের হাসপাতাল পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে পরশ (৩০), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের বিশারত আলীর ছেলে সালাউদ্দিন (২৬) ও একই উপজেলার বাঁকা আশতলা পাড়ার আজগর আলীর ছেলে লাল্টু হোসেন (৪০)গ্রেফতার করে।এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.