০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ গবাদি পশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ড. সুমনা আকতার ব্যক্তিগত উদ্যোগে ঠান্ডা নিবারনে প্রাথমিক পর্যায় ৫০টি গবাদি পশুর মাঝে কম্বল বিতরন শুরু করেন। গতকাল শনিবার বিকালে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গবাদি পশুর মাঝে কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাণি সম্পদ অফিসার ড. সুমনা আকতার, থানার ওসি মো. মাহবুব আলম, ভেটিরিনারি সার্জন ডাক্তার মো. মোজাম্মেল হক, সাংবাদিক মো. শাহাজাহান মিঞা, মো. মোশাররফ হিসেন বুলু, মো. আব্দুল মান্নান আকন্দ, মো. শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন এটি একটি ব্যতিক্রম উদ্যোগ, মানুষের মত গবাদি পশু ঠান্ডা জনিত কারনে নানাবিধ রোগব্যধিতে আক্রান্ত হয়। মানুষ তার চাহিদা অনুভব করতে পারে। কিন্তু পশু পারে না, সেই উপলদ্ধির জায়গা থেকে উপজেলা প্রাণি সম্পদ অফিসারের একটি চমৎকার উদ্যোগ এটি। পরে উপজেলার তারাপুর ইউনিয়নের চরাঞ্চলের ৫০াট গবাদি পশুর মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।