২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার বেতুয়া পলিশা উত্তরপাড়া গ্রামে নেশার টাকা না পেয়ে বাবা শফিকুল ইসলামকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হেলাল মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্। এ ঘটনায় হেলাল মিয়ার মা শেফালী বেগম ভূঞাপুর থানায় তার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
জানা গেছে, গত ২৮ ডিসেম্বর রাত ১১ টার দিকে হেলাল মিয়া তার বাবার কাছে নেশার টাকা চায়। টাকা না দেওয়ায় বাড়ির উঠানে মায়ের সামনে কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। পরে বাবার চিৎকারে বড় ছেলে ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত মঙ্গলবার বাড়িতে তার মৃত্যু হয়।
মা শেফালী বেগম বলেন, ছেলে বখাটে ও নেশাগ্রস্থ ছিল। কোনো কাজ করতা না। নেশার টাকা না থাকায় তার বাবার কাছে টাকা চায়। রাজি না হওয়ায় কাঠ দিয়ে মাথায় আঘাত করে আমার স্বামীকে হত্যা করে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, মা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।