২৫ Jun ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন, ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি, বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি নেছারাবাদ এলাকায় শনিবার সকালে একটি টলার সহ গরু চুরি সন্দেহে তিন জন কে আটক করেছে স্থানীয়রা।
আটককৃতরা হলো ঝালকাঠি কাটপট্টি এলাকার মোকছেদ আলী হাওলাদারের ছেলে জাহাঙ্গীর বরিশাল ভিআইপি গেট এলাকার মৃত রুস্তম আলী খানের ছেলে মোঃ রফিকুল ইসলাম রাজাপুর ফুলহার গ্রামের নুর মোহাম্মদ ফরাজীর ছেলে আঃমালেক ।
এসময় চোরের উপর হামলা করার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশ ।আটকৃতরা হলো শেখের হাট ইউনিয়নের গরংগল গ্রামের সৈয়দ মোঃআলীর ছেলে মাসুদ রানা নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামের আবুল হোসেনের ছেলে নাইম হোসেন।
স্থানীয়রা উত্তম মাধ্যম দিলে আটককৃত তিন চোর বিভিন্ন স্থান থেকে গরু চুরির বিষয়টা স্বীকার করেন।
চোরের উপর হামলাকারী মাসুদ রানা বলেন আমাদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়েছে খবর শুনে এসে আমরা চোরকে মারধর করছি। মারধরের অভিযোগে পুলিশ হ্যান্ডকাফ পরিয়ে আমাদেরকে থানায় নিয়ে যাচ্ছে। অন্যদিকে চোরদের রশিদে বেধে থানায় নিয়ে যাচ্ছে।