২১ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে জীবননগর থানা পুলিশ গ্রেফতার করেছে।সে এক বছর ধরে পলাতক ছিলো।
শুক্রবার সকাল ৬টায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জাবীদ হাসান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রাামের আলী হোসেনের ছেলে গোলাম মোস্তফা নান্টু (৪৫) কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সে সিআর-১৪৫/২১, (দর্শনা) প্রসেস নং-১২৩/২৩ মামলায় ২ বছরের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী ছিল।গ্রেফতারকৃতকে দুপুর দেড়টায় চীফ জুডিশিয়াল ম্যাাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য নান্টু গত ১ বছর ধরে পলাতক ছিলো।