২০ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানার এসআই(নিঃ) নীতিশ বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পরানপুর গ্রামে এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় গ্রামের একটি কফি হাউজ এন্ড ফাস্টফুড দোকানের সামনে পাকা রাস্তায় একটি মটরসাইকেলের উপর থেকে দর্শনার দক্ষিণ চাদপুর সিএন্ড বি পাড়ার লাল মুন্সির ছেলে মোঃ পারভেজ (২০)ও একই এলাকার হল্ট ষ্টেশনপাড়ার মৃত আঃ খালেকের ছেলে মোঃ সাব্বির ইসলাম (১৯) গ্রেফতার করে।পরে তাদের দেহ তল্লাশী করে ৬ হাজার পিচ ৩ লাখ টাকা মূল্যের ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মটরসাইকেল জব্দ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।