১৮ মে ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত জীবননগরে সড়ক দুর্ঘটনায় হাতপাখা বিক্রেতার মৃত্যু মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ১৫দিন ধরে অনুপস্থিত,মেলেনি নোটিশের জবাব বাবুগঞ্জে ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক বরিশালের হিজলা ও মুলাদীতে। চুয়াডাঙ্গায় আম সংগ্রহের উদ্বোধন বিদেশ ফেরত আগৈলঝাড়ার দুই যুবকের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি!
হিলিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হিলিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি খট্রামাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা গ্রামে পুকুরের পানিতে খেলার বল তুলতে গিয়ে পানিতে ডুবে মুনতাসিন (৩) বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (০১ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে উপজেলার দেবখন্ডা গ্রামে বাড়ির পার্শে পুকুরের পানিতে ডুবে শিশু মুনতাসিন এর মৃত্যু হয়েছে।

নিহত শিশু মুনতাসিন দেবখন্ডা গ্রামের মোঃ মেজবাউল ইসলাম (মেজবা) এর ছেলে।

খট্রামাধবপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর দেবখন্ডা গ্রামের গ্রাম্য পুলিশ নয়ন রবিদাস মুঠো ফোনে জানান, বিকেলে দেবখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটা গ্রাম্য সালিশ (বৈঠক) চলতে ছিলো। ওই সালিশ শুনতে বাবা মেজবাউল ইসলাম স্কুল মাঠে গেলে শিশুটি তার বাবার সাথে স্কুল মাঠে যায়। বৈঠক চলাকালে হঠাৎ শিশুটি তার বাবার অজান্তে বাড়িতে চলে আসে। কিছুক্ষন পরে পাশে বাড়ির মহিলা বাচ্চা পানিতে পড়েছে বলে চিল্লা চিল্লী করে। তাৎক্ষণিক বাবা ছুটে গিয়ে পুকুরে লাফ দিয়ে পড়ে ছেলেকে কোলে তুলে নিয়ে পাড়ে আসেন। সাথে সাথে তার ছেলের পেটে চাপ দিয়ে পানি বাহির করার চেষ্টা করে। তারপর ইউপি সদস্য বাঁধন ও বিমুল মিয়া মোটর সাইকেলে নিয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মুনতাসিনকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি রাত নয়টায় নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া।

তিনি পরিবারের বরাত দিয়ে জানান, বাবার সাথে স্কুল মাঠে যায় শিশু মুনতাসিন। তার বাবার অজান্তে শিশুটির হাতে থাকা খেলার বল নিয়ে খেলতে খেলতে শিশুটি বাড়ির দিকে চলে আসে। শিশুর হাতে থাকা বলটি পানিতে পড়ে যায়। বল তুলতে পানিতে নেমে গেলে ডুবে যায় শিশুটি। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্হলে পুলিশের এস আই হামিদুল ইসলামকে পাঠিয়ে দিয়েছি। পুলিশ ঘটনা স্হলে পৌঁছেছে। এখবর লেখা পর্যন্ত পানিতে ডুবে শিশুটির মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করতেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019