২১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :জাতীয় মহিল সংস্থা মহিলা ও শিশু বষিয়ক মন্ত্রণালয় ও তথ্যকেন্দ্র ঝালকাঠি সদর কর্তৃক আয়োজিত বিশেষ উঠান বৈঠক । শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত তথ্যআপা অনুষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু (এমপি )বলেন , আওয়ামী লীগ সরকার নারীদের উন্নয়নে তথ্যআপা প্রকল্পের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের বিভিন্ন সেবা প্রদান করেন। চাকরির আবেদন, এবং স্বাস্থ্য সেবা সহ আইনি সহায়তা প্রধান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও চেয়ারম্যান জাতিয় মহিলা সংস্থা ঝালকাঠি সদর ফজিলাতুন নেছা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান সোনালী প্রমুখ। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।