২১ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : চাঁদপুরের ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে দুই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল (১৭ নভেম্বর) ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে শেয়ালের মাংস বিক্রির কথা জানায়।
ফোন পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার ও থানার উপ-পুলিশ পরিদর্শক একরামুল হক ফোর্সসহ রুপসা এলাকায় গিয়ে শিয়ালের মাংস বিক্রির দায়ে ওই এলাকার আমির হোসেন ও আব্দুল জব্বারকে আটক করেন।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার জানান, শিয়ালের মাংস ও চামড়া বিক্রির অপরাধে দুই যুবককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।