আজকের ক্রাইম ডেক্স : চাঁদপুরের ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে দুই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল (১৭ নভেম্বর) ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে শেয়ালের মাংস বিক্রির কথা জানায়।
ফোন পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার ও থানার উপ-পুলিশ পরিদর্শক একরামুল হক ফোর্সসহ রুপসা এলাকায় গিয়ে শিয়ালের মাংস বিক্রির দায়ে ওই এলাকার আমির হোসেন ও আব্দুল জব্বারকে আটক করেন।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার জানান, শিয়ালের মাংস ও চামড়া বিক্রির অপরাধে দুই যুবককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.