২১ নভেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: ভোলার দৌলতখান উপজেলার পৌর ৪ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করায় আইয়ুব আলী মুন্সি নামে এক ব্যবসায়িকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ জুলাই) দুপুরে এ জরিমানা করা হয়। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, দৌলতখান বাজারের ব্যবসায়ি আইয়ুব আলী মুন্সি শহরের পৌর ৪ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় অবৈধভাবে হাজারেরও বেশি গ্যাসের সিলিন্ডার মজুদ রেখেছেন।
ওই আবাসিক এলাকায় শতশত বাড়ি-ঘর রয়েছে। অবৈধভাবে মজুদ রাখা এসব গ্যাস সিলিন্ডার থেকে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।
লাইসেন্সবিহীন এসব গ্যাস মজুদ রাখায় আইয়ুব আলী মুন্সিকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং তাকে নিরাপদ স্থানে এসব গ্যাস সিলিন্ডার সরিয়ে নিতে বলা হয়েছে।