২৮ এপ্রিল ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বানারীপাড়ায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী নীলফামারীর ডিমলায় বৃষ্টির জন্য নামাজ আদায় UNDP এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পর্যটনের উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের সাংবাদিক কৌশিক কে নিয়ে মিথ্যা অপপ্রচার কাঁচি দিয়ে গলা কেটে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেফতার শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চেয়ারম্যান প্রার্থীকে তলব
বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়ে বিদায় নিলেন পুলিশ কর্মকর্তা আব্বাসউদ্দীন

বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়ে বিদায় নিলেন পুলিশ কর্মকর্তা আব্বাসউদ্দীন

আজকের ক্রাইম ডেক্স: বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়ে বিদায় নিলেন একজন পরিশ্রমী, নির্ভরযোগ্য পুলিশ কর্মকর্তা আব্বাসউদ্দীন। বুধবার (২৯ জুন) সকাল ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন কক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিএমটি মো. আব্বাসউদ্দীনের অবসরজনিত কারণে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) কমিশনার প্রলয় চিসিম ‍এর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা সূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন সভাপতি ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মো. রাসেল পিপিএম সেবা এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন এনামুল হক , উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মো. নজরুল হোসেন , উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মো. মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এসএম তানভীর হোসেন আরাফাত পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা খাঁন মোহাম্মদ আবু নাসের ও উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিদায় অনুষ্ঠানে সহকর্মীদের বক্তব্যে বিদায়ী অতিথি অত্যন্ত দক্ষ, গুণী, সংগ্রামী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকস কর্মকর্তা হিসেবে আলোচিত হন, একই সাথে তার অবসরোত্তর জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, সদা হাস্যোজ্জল আব্বাস উদ্দিন ১৯৮৮ সালের ১০ জানুয়ারী আউটসাইড ক্যাডেট, এসআই(নিঃ) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০০০ সালের ৩ মার্চ পুলিশ পরিদর্শক, ২০১৩ সালের ১৯ জুন এএসপি এবং ২০১৮ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি চাকুরী জীবনে বিভিন্ন ইউনিটে সততা, নিষ্ঠা,সুনাম ও দক্ষতা অর্জন করে ধাপে ধাপে বর্ণিত পদোন্নতি পেয়ে সর্বশেষ অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার পিএমটি হিসেবে কর্মরত থেকে অবসর জনিত বিদায় বরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019