২২ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বাবুগঞ্জে সড়ক দখল করে বালু ব্যবসা

বাবুগঞ্জে সড়ক দখল করে বালু ব্যবসা

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মীরগঞ্জ মহাসড়ক অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা করছেন স্থানীয় একটি অসাধু চক্র। এতে করে যেমন পরিবেশ দূষণ হচ্ছে তেমনি ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। অপরদিকে বালুমহলের ইজারাদাররা তাদের নিদিষ্ট স্থান থেকে বালু উত্তোলন না করে যত্রতত্র স্থান থেকে বালু উত্তোলন করায় নদীর ভাঙন যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি ভিটেমাটি হারিয় নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা গেছে, রহমতপুর মীরগঞ্জ মহাসড়কে উপজেলার বিভিন্ন স্থানে জায়গা দখল করে বালু স্তূপ করে রাখা আছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, কিছু ব্যবসায়ী অবৈধভাবে সড়কের পাশে বালু রেখে ব্যবসা করছেন।

এমনকি মহাসড়কের বিভিন্ন অংশে ইট-বালু রেখে সাব-ঠিকাদারির ব্যবসাও করছেন তাঁরা। এ কারণে সড়কের বিভিন্ন অংশ সরু হয়ে গেছে। তাই পথচারীদের চলাচলে অসুবিধার সাথে সাথে প্রতিনিয়তই ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোন নজরদারি না থাকায় সাধারণ জনগণের মনে বিরূপ মনোভাবের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মোটরসাইকেল চালক আরিফ হোসেন বলেন, রাস্তায় বালু রাখার কারণে বাইক চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। যখন একটি গাড়ি আরেকটি গাড়িকে অতিক্রম করে, তখন আমাদের বালুর ওপর দিয়ে মোটরসাইকেল চালাতে হয়। এতে প্রায়ই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। উপজেলা পরিষদ সংলগ্ন এরকম সড়ক ব্যবহার করে বালুর ব্যবসা আসলেই দুঃখ জনক ঘটনা। এটি বন্ধে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

পথচারী মেহেদী হাসান বলেন, দ্রুতগামী গাড়িগুলোর জন্য ঝুঁকি নিয়ে আমাদের চলতে হয়। যদিও মানুষের চলার কথা রাস্তার পাশ দিয়ে। কিন্তু বাধ্য হয়ে এখন মানুষকে চলতে হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে।

রাশেদ খান মনন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর বলেন, বাবুগঞ্জ স্টিল ব্রিজ হতে উপজেলা পরিষদ পর্যন্ত বেশ কয়েকজন মহাসড়ক ব্যবহার করে বাবুল ব্যবসা করছেন। এতে যেমন পরিবেশ দূষণ হচ্ছে তেমনি এই মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে প্রশাসনের নির্বিকার থাকাটা মোটেও কাম্য নয়। জানমালের নিরাপত্তা রক্ষার জন্য বালু অপসারণে প্রশাসনের পদক্ষেপ নেওয়া জরুরি।

এই বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান বলেন,

সড়ক ও জনপদ বিভাগের রাস্তা দখল করে যারা বালুর ব্যবসায় করে আসছেন তাদেরকে ইতিমধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে। যদি এখনো কেউ থেকে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019