২১ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
—এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬নং ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খানের পরিবারকে হয়রানী করার লক্ষে তার ছেলে আশিক আমিন খানের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
৭ মে শনিবার সকালে স্থানীয় যুবলীগ অফিসে সংবাদ কর্মিদের কাছে তিনি লিখিত ভাবে এই প্রতিবাদ জানান।
ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খান জানান, একটি কুচক্রীমহল তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানী করার লক্ষে তার ছেলে আশিক আমিন খানকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি মিথ্যে মামলা দায়ের করা হয়েছে।
তিনি ওই মামলাটি আধো সত্য নয় বলে দাবি জানান।
এ সময় উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল ও ইউপি সদস্য নুরুল ইসলাম, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।