১৯ মে ২০২৪, ১০:২২ অপরাহ্ন, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
অভিনেত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সুন্দরগঞ্জে বাধার মুখে মডেল মসজিদের নির্মাণ কাজ পটুয়াখালীতে ফোন চাওয়ায় মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আত্মহত্যা আগৈলঝাড়ায় শুক্রবার রাতে স্কুল ছাত্রী ও গৃহবধুর আত্মহত্যা বরিশাল নগরী বিভিন্ন পেট্রোল পাম্পে ট্রাফিক পুলিশের সচেতনমূলক অভিযান বাবুগঞ্জে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জনগনের ভালবাসায় এগিয়ে ফুটবল প্রতীকের প্রার্থী চায়না খানম ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টা মামলায় কারাগারে মাদরাসা সুপার চাঁদপাশায় চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা বিনতে ওহাব এর উঠান বৈঠক অনুষ্ঠিত
সাকিবকে নিয়ে যা বললো আনন্দবাজার

সাকিবকে নিয়ে যা বললো আনন্দবাজার

অনলাইন ডেস্ক

আইপিএলের শুরু আর বাংলাদেশ-সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ একই সময়ে পড়েছে। মার্চ মাসের শুরুর দিকে সাকিব আল হাসান দুবাই যাওয়ার আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, সাউথ আফ্রিকা সফরে যাওয়ার মতো মানসিক ও শারীরিক অবস্থায় তিনি নেই। তার আগেই অবশ্য টেস্ট খেলা, না খেলা নিয়ে দোলাচলের কথা জানিয়েছিলেন সাকিব, চেয়েছিলেন খানিকটা বিরতিও। নানা কথা চালাচালির পর বিসিবিও সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে অনানুষ্ঠানিক ছুটি দিয়েছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য সাথে প্রশ্ন তুলেছিলে, ‘সাকিবের শারীরিক এবং মানসিক অবস্থা ভালো না থাকলে আইপিএলে খেলতে চেয়েছিলেন কেনো?’ দুই পক্ষের এই দ্বান্দ্বিক অবস্থার সমাধান হয় পাপনের সাথে সাকিবের বৈঠকে। সাউথ আফ্রিকা খেলতে উড়াল দেন সাকিব। সেঞ্চুরিয়নে প্রথম ঐতিহাসিক ওয়ানডে জয়ে সাকিব লড়েছেন সামনে থেকে। ৭৭ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন।

শেষ ওয়ানডেতেও বল হাতে সাকিব নিয়েছেন দুই উইকেট।
সাকিবের সাম্প্রতিক নানা কাণ্ড নিয়ে করা এক প্রতিবেদনে ভারতের প্রভাবশালী বাংলা গণমাধ্যম আনন্দবাজার বলেছে, ‘নিন্দুকরা আওয়াজ তুলতে শুরু করেন। তাঁর দেশপ্রেম নিয়ে উঠেছিল প্রশ্ন। অনেকে বলেন দেশ নয়, ক্লাবের হয়ে টি-টোয়েন্টি খেলাতেই বেশি মন শাকিবের।


প্রতিবেদনে আরও বলা হয়, ‘শাকিব কি নিজের মর্জিতে চলেন? নিজের ইচ্ছা হলে খেলেন, আবার ইচ্ছা না হলে খেলেন না? দক্ষিণ আফ্রিকা সফরের আগে এই ঘটনাই তো প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় শাকিব নিজের মর্জি মতো চলেছেন। ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও আইসিসিকে জানাননি। এর ফলে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন তিনি। কখনও সিরিজ শুরুর আগে সরে দাঁড়ানোর কথা বলেছেন।

তিনি দেশের সেরা ক্রিকেটার, সেটাই যেন ডাঁটের সঙ্গে বার বার বুঝিয়ে দেন শাকিব। ’
সাকিবের ক্রিকেট মেধার বিশ্লেষণ করতে গিয়ে আনন্দবাজার লিখেছে, ‘হ্যাঁ, তিনি দেশের সেরা ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে আইসিসির অলরাউন্ডারদের ক্রমতালিকায় শাকিব চতুর্থ। এক দিনের ক্রিকেটে এক নম্বর। টি-টোয়েন্টি ক্রিকেটে দু’নম্বর। এই মুহূর্তে বাংলাদেশের আর কোনও ক্রিকেটার তিন ধরনের ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় প্রথম দশেও নেই। মেহেদি হাসান শুধু মাত্র এক দিনের ক্রিকেটে রয়েছেন। তাও অষ্টম স্থানে। শাকিব সেখানে শীর্ষে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও তিনি সেরা কি না তা নিয়েও চর্চা হতে পারে। ’

আনন্দবাজারের দাবি, সব সমালোচনার যোগ্য জবাব দিয়েছেন সাকিব। নিজস্ব প্রতিবেদকের নামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ‘সেই শাকিব সমস্ত নিন্দার ঝড়কে ছুড়ে ফেলেন আফ্রিকার জঙ্গলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। জেতে বাংলাদেশ। ম্যাচের সেরা হন শাকিব। পরের ম্যাচে শাকিব শূন্য করেন। বাংলাদেশ ম্যাচ হারে। পরের ম্যাচে বল হাতে দু’টি উইকেট এবং ১৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। সদ্য ভারত যে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ হেরে ফিরেছিল, সেখানে সিরিজ জেতে বাংলাদেশ। ’

আনন্দবাজারের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সাউথ আফ্রিকা সিরিজ ছিল সাকিবের ‘দেশপ্রেম’ প্রমাণ করার মঞ্চ। প্রতিবেদনে বলা হয়, ‘এই সিরিজ জেতা বাংলাদেশের কাছে ঐতিহাসিক, আর শাকিবের কাছে দেশ প্রেম প্রমাণ করার মঞ্চ। সিরিজ তখন ১-১। শেষ এক দিনের ম্যাচেই হবে সিরিজের ফয়সালা। এমন সময় শাকিবের পরিবারের একাধিক সদস্য অসুস্থ। হাসপাতালে ভর্তি তাঁর সন্তান। এমন অবস্থাতেও ম্যাচ খেলতে রাজি শাকিব। দেশকে জিতিয়ে তবেই দক্ষিণ আফ্রিকা ছাড়েন তিনি। ’

সব হিসেবের পরও আনন্দবাজারের মনে আছে একটা প্রশ্ন, ‘বিশ্বের সেরা অলরাউন্ডারদের সঙ্গে এক আসনে বসানো হয় শাকিবকে। তাঁর তুলনা করা হয় গ্যারি সোবার্স, কপিল দেব, ইয়ান বোথাম, ইমরান খানদের সঙ্গে। নিজেকে সেই উচ্চতায় নিয়ে গিয়েছেন শাকিব। তাই কী মাঝে মধ্যে তাঁর নায়কোচিত মর্জি সহ্য করতে হয় বাংলাদেশ বোর্ডকে?’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019