১৮ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত জীবননগরে সড়ক দুর্ঘটনায় হাতপাখা বিক্রেতার মৃত্যু মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ১৫দিন ধরে অনুপস্থিত,মেলেনি নোটিশের জবাব বাবুগঞ্জে ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক বরিশালের হিজলা ও মুলাদীতে। চুয়াডাঙ্গায় আম সংগ্রহের উদ্বোধন বিদেশ ফেরত আগৈলঝাড়ার দুই যুবকের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি!
চূড়ান্ত হল বিপিএলের ছয় দল

চূড়ান্ত হল বিপিএলের ছয় দল

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডে জাতীয় দলের অনুশীলনের ওপর নির্ভর করছিল বঙ্গবন্ধু বিপিএল পাঁচ না ছয় দলের হবে। ক্রাইস্টচার্চে জাতীয় দলের সবার কভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ হওয়ায় স্বস্তি ফেরে দেশে। জাতীয় দল মাঠে নামার অনুমতি পাওয়ার দিনই বিপিএলের ছয় দলকে টোকেন দেয় বিসিবি। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা ও সিলেট দল পেয়েছে অষ্টম বিপিএলে।

ঢাকার ফ্র্যাঞ্চাইজি হয়েছে যৌথভাবে রূপা ফেব্রিকস ও মার্ন স্টিল। চট্টগ্রাম নিয়েছে আকতার গ্রুপের ডেলটা স্পোর্টস। ফরচুন শুজ কিনেছে বরিশাল। ফরচুন বরিশাল নামে টুর্নামেন্টে থাকছে তারা। খুলনা নিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মাইনট্রি। সিলেট পেয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কুমিল্লা লিজেন্ডস লিমিটেড ফিরেছে বিপিএলে।

ফ্রাঞ্চাইজি চূড়ান্ত হওয়ার সঙ্গে ‘ফ্রি ফরেন প্লেয়ার’ চূড়ান্ত করে ফেলেছে প্রায় সব দল। বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে তালিকাও দিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার তিনজন বিদেশি ক্রিকেটার ফ্রি করা হয়েছে। আটজন নিবন্ধন করার নিয়ম রাখা হলেও ম্যাচে খেলাতে পারবে দু’জনকে। এসব মেনে নিয়েই ফ্র্যাঞ্চাইজিরা ভেতরে ভেতরে দল গোছাচ্ছে। ২৭ ডিসেম্বর প্লেয়ারস ড্রাফট হয়ে গেলে আনুষঙ্গিক কাজও শুরু হয়ে যাবে। দেশের তিন ভেন্যু ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের খেলা। এক বছর বিরতি দিয়ে বিপিএল ফিরলেও প্রতিষ্ঠিত কোম্পানিগুলো ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখায়নি। বেক্সিমকো লিমিটেড ছেড়ে দিয়েছে ঢাকা ডায়নামাইটস। বসুন্ধরা গ্রুপ কেনেনি রংপুর রাইডার্স। জেমকন গ্রুপও দল নিতে আগ্রহ দেখায়নি। এক বছরের জন্য বিপিএলে ফিরতে রাজি হয়নি তারা।

নিয়মিত ফ্র্যাঞ্চাইজিদের একাংশ না ফিরলেও অষ্টম বিপিএলে ক্রিকেটারদের সম্মানী বাড়িয়ে বিদেশি ক্রিকেটারদের সমান করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি বা আইকন ক্রিকেটাররা পাবেন ৭০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের সম্মানী ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১২ লাখ, ‘এফ’ ক্যাটাগরিতে ৫ লাখ টাকা সম্মানী নির্ধারণ করে প্লেয়ার্স ড্রাফট সাজানো হচ্ছে।

বুধবার সকালে উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে। আটকরা হলেন পালশা দক্ষিণপড়া গ্রামের এছহাক আলীর স্ত্রী খুরসিদা বেগম ও তার ছেলে স্বাধীন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পালশা উত্তরপাড়ার গ্রামের মেহেদী একই গ্রামের দক্ষিণপাড়ার এছহাকের কাছ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে কিছু জমি বন্ধক নিয়ে চাষ করছিলেন। পরবর্তীতে ওই জমির ওপর অতিরিক্ত আরও ৩০ হাজার টাকা নেয় এছহাক। জমি বন্ধকী নেওয়ার সময় কখনো ওই জমিটি বিক্রি করলে মেহেদীকে অবগত করতে অনুরোধ করেছিলেন তিনি।

সম্প্রতি ওই জমি মেহেদীকে না জানিয়ে এছহাক অন্যত্র বিক্রি করার উদ্যোগ নেন। বিষয়টি জানার পর মেহেদী ও তার ভগ্নিপতিসহ কয়েকজন বুধবার সকাল ৭টার দিকে এছহাকের বাড়ি যান। এসময় তিনি জমি বাবদ নেওয়া টাকা ফেরত চান।এছহাক টাকা পরে দেবেন বলে জানান।এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে এছহাক তার স্ত্রী, ছেলে আসমাউল হুমায়ূন ও ছোট ছেলে স্বাধীনকে ডাক দেন। তারা এসে ধারালো কাঁচি দিয়ে মেহেদীর পেটের নিচে পোচ দেন। এতে রক্তক্ষরণ শুরু হলে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর এছহাক ও তার বড় ছেলে হুমায়ূন পলাতক রয়েছেন। পুলিশ খুরসিদা ও স্বাধীনকে আটক করে থানায় নিয়ে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019