২১ নভেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সৈয়দ মুন্তাছির রিমন-প্রতিবেদক, ফ্রান্স : কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আবার মরার উপর খাড়ার ঘা। করোনা ভাইরাসের মহাপ্রলয়ের সাথে পাল্লা দিয়ে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে। প্রতিটি দেশ অর্থনীতির পাশা-পাশি তার জনগণের নিজস্ব নিরাপত্তা নিয়ে সজাগ দৃষ্টিতে সরব। ফ্রান্স তার বাহিরে নয়।
ইতিমধ্যে ফ্রান্সে ধারাবাহিক বাংলাদেশীদের অভিবাসন আশ্রয়ের আবেদন প্রত্যাখান হচ্ছে অবিরত। এখানে বসবাসরত বাংলাদেশী অনেকে যখন অভিবাসন আশ্রয়ের জন্য প্রাণপণ চেষ্টা করছে। এই অবস্থার মাঝে প্যারিসে ২৬ বছর বয়সি এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানাযায় গত বুধবার সকালে ২৬ বছরের এক বাংলাদেশী যুবক প্যারিস থেকে ৫ কিলোমিটার দক্ষিণে মনটেগ্রা এলাকার অভিবাসন অফিস অফি এর সামনে ধারালো দুটি ছুরি হাতে ঘুরাঘুরি করে। সে কাউকে আক্রমণ করেনি বা করার চেষ্টাও করেনি । তখন এক পথচারি স্থানীয় পুলিশকে ফোন করে। কিছুক্ষণ পর পুলিশ নিদিষ্ট স্থানে আসে। ফরাসি পুলিশ যুবকটিকে ইলেক্ট্রিক পিস্তলে বুলেট ব্যবহার করে তাকে অজ্ঞান করে গ্রেফতার করে। পুলিশী জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাকে নিদিষ্ট অপরাধে তিন মাসের সাজা প্রদান করেন। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়েন, যুবকটি সুস্থ এবং স্বাভাবিক। তার ভেতরে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।
প্যারিসের অভিবাসন সংস্থা জানায় বাংলাদেশী এই যুবকটি এসাইলাম আবেদন করেছিল। কিন্তু তার আশ্রয় আবেদন প্রত্যাখান করা হয়। এই যুবকের অভিবাসন আশ্রয়ের কাগজ হয়নি। বর্তমানে সে ফ্রান্সে রি-আপিল প্রক্রিয়ার মাধ্যমে আছে । প্যারিসে বাংলাদেশী এই যুবকের কান্ডে কমিউনিটির মাঝে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে।