২১ নভেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আন্তর্জাতিক ডেস্ক
নিজের অ্যাপস্টোর থেকে কোরআন মজিদ সরিয়ে নিয়েছে চীনের অনুরোধে কোরআন অ্যাপ সরিয়ে নিল অ্যাপলমার্কিন আইফোন বাজারজাতকারী কোম্পানি অ্যাপল। বিবিসির খবরে বলা হয়েছে, চীনা কর্মকর্তাদের অনুরোধে জনপ্রিয় এই অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় কোরআন মজিদ অ্যাপটির রিভিউয়ের সংখ্যা দেড় লাখের মতো। লাখ লাখ মুসলিম এটি ব্যবহার করছেন। তবে এ নিয়ে চীন সরকারের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ নিয়ে প্রথম খবর প্রকাশিত হয়েছে অ্যাপল সেন্সরশিপে। তারা সারা বিশ্বের অ্যাপস্টোরের অ্যাপগুলোর ওপর সার্বক্ষণিক নজর রাখে।
এক বিবৃতিতে অ্যাপটির নির্মাতা পিডিএমএস কোম্পানি বলেছে, আমাদের অ্যাপ কোরআন মজিদ চীনা অ্যাপলের অ্যাপস্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে অবৈধ কিছু বিষয় ছিল বলে তারা অভিযোগ করেছে।
পিডিএমএস বলছে, বিষয়টি সুরাহার জন্য আমরা চীনের সাইবারস্পেস প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কোম্পানিটি বলছে, চীনে তাদের প্রায় ১০ লাখের মতো ব্যবহারকারী রয়েছে।
জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের ওপর চীন সরকারের গণহত্যার অভিযোগ রয়েছে। তবে কোরআন অ্যাপটি সরিয়ে নেওয়া নিয়ে জানতে চাইলে অ্যাপলের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কোম্পানিটি বলছে, আমাদেরকে স্থানীয় আইন মেনে চলতে হয়। সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করলেও আইন মেনে চলার বাইরে আমাদের কিছু করার থাকে না।
কোরআন মজিদ অ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, সারা বিশ্বের সাড়ে তিন কোটিরও বেশি মুসলমানের এই অ্যাপটির ওপর আস্থা রয়েছে।
গেল মাসে রাশিয়ার কারাবন্দি ভিন্ন মতাবলম্বী নেতা অ্যালেক্সেই নাভালনির একটি ভোটিং অ্যাপ সরিয়ে নেয় অ্যাপল ও গুগল। এই অ্যাপটি সরিয়ে না নিলে রুশ কর্তৃপক্ষ এই দুটো কোম্পানিকে জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছিল।
চীন অ্যাপলের জন্য অন্যতম বড় একটি বাজার। এমনকি এই কোম্পানির বিভিন্ন সামগ্রীর সরবরাহ চীনা কল-কারখানার ওপর নির্ভরশীল।