২০ নভেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শামীম আহমেদ : বরিশাল নগরীর মুন্সির গ্যারেজ ক্যারাম টুর্নামেন্ট সোমবার রাতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হরয়েছে।
“মুন্সী গ্যারেজ ক্যারাম টুর্নামেন্ট” মুন্সির গ্যারেজ আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহন করেন মুন্সী গ্যারেজ সহ নগরীর বিভিন্ন এলাকার এক ঝাক তরুণ।
টুর্নামেন্ট শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৮ নং ওয়ার্ডের কৃতিসন্তান মোহম্মদ আলী যোহেব মুন্সী। উল্লেখ্য উক্ত টুর্নামেন্টে প্রথম পুরষ্কার কুরআন মাজিদ, দ্বিতীয় পুরষ্কার জায়নামাজ এবং অন্যান্য সকল অংশগ্রহণকারীদের জন্য সালাত আদায়ের টুপি, তসবিহ এবং আতর বিতরণ করা হয়।
বর্তমানের “ফ্রি-ফায়ার” কিংবা “পাবজির” যুগে এইরকম আয়োজন অনেকটা নজির বিহীন। ভবিষ্যতে এরকম আরো সুন্দর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন টুর্নামেন্টের মূল আয়োজক মোহাম্মাদ আলী যোহেব মুন্সী