২৩ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বোরকা পরে বালিকা মাদরাসায় যুবক, ধরা পড়ে খেলেন গণপিটুনি ২৪ বছর কারাভোগ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন ওলিউল কাতারের সঙ্গে ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই পথিকের তৃষ্ণা নিবারণে নলছিটি ফ্রি পানির বুথ করছে বিডি ক্লিন দামুড়হুদায় স্থানীয় এমপির নিকট আত্নীয় হওয়ায় ঘোষনা দিয়ে উপজেলা আঃলীগের সাঃ সম্পাদকের মনোনয়ন প্রত্যাহার গোবিন্দগঞ্জে অটোবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা কালে জনতার হাতে ২ জন আটক জাটকা সংরক্ষণ কর্মসূচী উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনার প্রধান আসামি কুখ্যাত ডাকাত সরদার দিপক বড়াল কে আটক করেছে র‌্যাব ৮ চুয়াডাঙ্গায় নিখোঁজের ৬ দিন পর নারীর ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার
দুর্যোগ যতই আসুক মোকাবিলা করবে জনগণ: প্রধানমন্ত্রী।

দুর্যোগ যতই আসুক মোকাবিলা করবে জনগণ: প্রধানমন্ত্রী।

আজকের ক্রাইম ডেক্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক, বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারবে।
মঙ্গলবার (২২ জুন) একনেক সভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ ঝুঁকি কমাতে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের যে কোনো দেশ বিশেষ করে, দুর্যোগপ্রবণ দেশগুলোর জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো অনুকরণীয়।
শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড়ে মানুষের জানমাল ক্ষতি কীভাবে কমানো যায়, কীভাবে মানুষকে বাঁচানো যায়। শুধু মানুষ না তার গৃহপালিত পশু এবং সাধারণ পশু-পাখিকে কীভাবে বাঁচতে পারে সে চিন্তা ভাবনা থেকে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমাদের জন্য একটা মাইলফলক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পদক্ষেপ অনুসরণ করে আমরা এ দেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার আত্মবিশ্বাস আমরা পেয়েছি, এবং যে ধরনের পরিকল্পনা করা দরকার সেটাও নিতে পেরেছি।

এদিকে ৯ বছর আগে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে এবার গ্যাস যাচ্ছে রংপুর ও নীলফামারীতে। ২০১১ সালের জানুয়ারিতে রংপুর সফরে গিয়ে উত্তরের জনপদে গ্যাস লাইন সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যাস বিতরণে নতুন লাইন স্থাপনে আড়াই বছর মেয়াদি ওই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৫৮ কোটি ১১ লাখ টাকা। যা চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়েছে।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের ২৭তম সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য ১০টি প্রকল্প উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন, যার সাতটি নতুন ও তিনটি প্রকল্প সংশোধিত। আর এ ১০ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হতে পারে ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা।
কমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই ইনসিনারেশন পদ্ধতির মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশন এলাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও ভূমি অধিগ্রহণে ৭৮২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের এক বছর মেয়াদি একটি প্রকল্প তোলা হয়েছে আলোচনার টেবিলে।
এছাড়া জয়দেবপুর-মদনপুর ঢাকা বাইপাস সড়ক নির্মাণ, গোপালগঞ্জে নিরাপদ পানি ও স্যানিটেশন, গাজীপুর ও টাঙ্গাইলের পল্লী অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অবকাঠামো উন্নয়নে আলাদা দুটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন। সভা শেষে অনুমোদিত প্রকল্প, বাস্তবায়ন ব্যয় ও প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019